Recent Updates
  • 4
    0 Comments 0 Shares
  • 1
    0 Comments 0 Shares
  • Think as Tiger
    Think as Tiger
    3
    0 Comments 0 Shares
  • 6
    0 Comments 0 Shares
  • #বেশ_পুরনো_তবুও_কত_প্রাসঙ্গিক.... 😊
    বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।
    মাসীর কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন শ্রাদ্ধ-ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'
    মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত শ্রাদ্ধের আগের দিন আয়।' ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মারা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।
    কাঁপতে কাঁপতে মা ফোনটা ছেড়ে দিলেন হঠাৎ।

    #collected ছবি - প্রতিকী।
    #বেশ_পুরনো_তবুও_কত_প্রাসঙ্গিক.... 😊 বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন। মাসীর কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন শ্রাদ্ধ-ভোজন হয়। পরে আসব। দুঃখিত।' মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত শ্রাদ্ধের আগের দিন আয়।' ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মারা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....। কাঁপতে কাঁপতে মা ফোনটা ছেড়ে দিলেন হঠাৎ। #collected ছবি - প্রতিকী।
    11
    0 Comments 0 Shares
  • 24
    1 Comments 0 Shares
  • 27
    0 Comments 0 Shares
More Stories
Sponsored